শাকিবের নায়িকা নুসরাত,মিমও থাকছেন
- আপডেট টাইম : ০৪:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / 105
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার নতুন ছবি ‘লন্ডন লাভ’-এ আবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নুসরাত জাহান। সঙ্গে থাকছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম।
শুরুতেি জানা গেছে, ‘লন্ডন লাভ’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তবে এবার জানা গেল, তাদের একজন বাংলাদেশের অন্যজন কলকাতার।
তবে সিনেমা নায়িকা তিনজন কারা? এই বিষয়ে এখনো স্পষ্ট করেননি পরিচালক। শুধু বললেন, ছবিটির জন্য আপাতত নায়ক চূড়ান্ত তবে নায়িকা এখনো ঠিক করিনি।
‘লন্ডন লাভ’ ছবিটি পরিচালনা করছেন ‘অগ্নি’ খ্যাত নির্মাতা ইফতেখার চৌধুরী। তিনি জানান, ছবিটিতে এখনও শাকিব খান ছাড়া অন্য কাউকে চূড়ান্ত করা হয়নি। আমরা অনেকের সঙ্গে এই সিনেমার ব্যাপারে কথা বলেছি। নুসরাত, মিম ছাড়াও অনেকের সাথে কথাবার্তা হয়েছে। কিন্তু কেউ এখনও চূড়ান্ত না।
ছবিটিতে নায়িকা নুসরাত যদি ফাইনাল হয়, তাহলে এটিই হবে তাদের দ্বিতীয় ছবি। এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’-এ জুটি বেঁধেছিলেন তারা।
প্রসঙ্গত, ‘লন্ডন লাভ’ ছবিটি প্রযোজনা করছে ব্রিটলিংক এন্টারটেইনমেন্ট। মৌলিক গল্পের এ ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ২০২০ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে। আর এই ছবির পুরো শুটিং-ই হবে লন্ডন-দুবাইতে।