ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেসব বিষয় বৈঠকে প্রাধান্য পাবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / 29

মোমেন-ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আজ সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। এতে যোগ দিতে রোববার ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সুবিধা, বঙ্গবন্ধুর খুনির প্রত্যাবাসন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কী কী বিষয় প্রাধান্য পাবে তা নিয়ে চলছে আলোচনা। সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গা সংকট, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ আরও নানা বিষয় গুরুত্ব পাবে।

অন্যদিকে, মানবাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হতে পারে এ আলোচনায়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশল নির্ধারণসহ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেয়ার আহ্বানও আসতে পারে ওয়াশিংটনের পক্ষ থেকে।

এর আগে, ২০২২ সালের ৪ এপ্রিল এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর এটি দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক।

মোমেন-ব্লিঙ্কেনের বৈঠক নিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল মোমেন-ব্লিঙ্কেন। গত বৈঠকের পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেড়েছে। এরপর দু’দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সিরিজ সফর বিনিময় হয়েছে। এবারের বৈঠক অনেক কারণেই গুরুত্বপূর্ণ। কেননা, বৈঠকে নির্বাচন প্রসঙ্গ বেশ গুরুত্ব পাবে। ঢাকার পক্ষ থেকে নির্বাচন ইস্যু তোলা হতে পারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে বদ্ধপরিকর-এমন বার্তা ওয়াশিংটনকে দেয়া হতে পারে। 

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

 

Tag :

শেয়ার করুন

যেসব বিষয় বৈঠকে প্রাধান্য পাবে

আপডেট টাইম : ১১:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আজ সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। এতে যোগ দিতে রোববার ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সুবিধা, বঙ্গবন্ধুর খুনির প্রত্যাবাসন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কী কী বিষয় প্রাধান্য পাবে তা নিয়ে চলছে আলোচনা। সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গা সংকট, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ আরও নানা বিষয় গুরুত্ব পাবে।

অন্যদিকে, মানবাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হতে পারে এ আলোচনায়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশল নির্ধারণসহ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেয়ার আহ্বানও আসতে পারে ওয়াশিংটনের পক্ষ থেকে।

এর আগে, ২০২২ সালের ৪ এপ্রিল এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর এটি দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক।

মোমেন-ব্লিঙ্কেনের বৈঠক নিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল মোমেন-ব্লিঙ্কেন। গত বৈঠকের পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেড়েছে। এরপর দু’দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সিরিজ সফর বিনিময় হয়েছে। এবারের বৈঠক অনেক কারণেই গুরুত্বপূর্ণ। কেননা, বৈঠকে নির্বাচন প্রসঙ্গ বেশ গুরুত্ব পাবে। ঢাকার পক্ষ থেকে নির্বাচন ইস্যু তোলা হতে পারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে বদ্ধপরিকর-এমন বার্তা ওয়াশিংটনকে দেয়া হতে পারে। 

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button