শিরোনাম :
মুক্তিযুদ্ধে বীর শহিদ ও বিএমএসএস-এর চেয়ারম্যানের মায়ের আত্মার মাগফিরাত কামনা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / 33
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ২৬ মার্চ ২০২৩, রবিবার বাদ মাগরিব মুক্তিযুদ্ধে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান-এর ‘মা’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাপতি মো. সাহিদুল ইসলাম বাদশা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ জিম, ক্রিয়া সম্পাদক মো. হাসিবুল আলম, সাংগঠিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো: রুবেল হাসান, সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিজার, সহ-ক্রিয়া সম্পাদক আশিকুল ইসলাম, সম্মানিত সদস্য শাহিন আলী, মো. বুজলুসহ অন্যান্য সদস্য বৃন্দ।
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান-এর মা গত বুধবার (২২ মার্চ) সকল ৯টার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। অসুস্থ থাকার কারণে গত বুধবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি… ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কমিটি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মাহমুদ জাহাঙ্গীর আলম মিলন/ নিউজ লাইট ৭১
Tag :