রেসি ডিপজলের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন
- আপডেট টাইম : ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / 587
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মনোয়ার হোসেন ডিপজল ও মৃদুলা আহমেদ রেসি। ‘এক জবান’, ‘বাজারের কুলি’সহ মোট ১৩টি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা। একটা সময় তাদের ঘিরে চলচ্চিত্র পাড়ায় রটে প্রেমের গুঞ্জন। শোনা যেতো, তারা নাকি চুটিয়ে প্রেম করেছেন। প্রেমের বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
রেসি বলেন, ‘একসঙ্গে অনেকগুলো ছবি করায় তার (ডিপজল) সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্বটা আজও অটুট আছে।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র পাড়ায় হিট জুটিদের নিয়ে সবসময়ই প্রেমের গুঞ্জন ছিল। ভালোবাসা অনেক রকম থাকে, প্রেম নয়। মা-বাবা, ভাই-বোনদের মধ্যে আমার যেরকম ভালোবাসা থাকে, তেমনই সহশিল্পীদের মধ্যেও ভালোবাসা থাকে। আমাদের মধ্যে যে সম্পর্ক এটা আমাদের পরিবারের সবাই জানে। মানুষের এই কথাগুলো আমরা উপভোগ করি।’
এদিকে, রেসি বর্তমানে ডিপজলের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের শুটিং করছেন। এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।
উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন মৃদুলা আহমেদ রেসি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত চলচ্চিত্র বন্ধন বিশ্বাসের ‘শূন্য’। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী।