দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন
- আপডেট টাইম : ০৬:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / 246
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ভারতীয চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে নির্ধারিত দিনে তিনি অসুস্থতার জন্য পুরস্কার নিতে পারেন নি। রোববার রাষ্ট্রপতি ভবনে গিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি ভারতীয় চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সোনার পদ্ম সম্বলিত মেডেল এবং ৪০ লাখ রুপির চেক।
পুরস্কার পেয়ে গর্বিত ও খুশি অমিতাভ বলেছেন, দাদাসাহেব ফালকে পুরস্কারের কথা শোনার পর মনে হয়েছিল কোথাও এটা ইঙ্গিত নয় তো যে, এবার আপনি বিশ্রাম করুন। কিন্তু আমি বলতে চাই এখনো আমার কাজ বাকি। অমিতাভের জন্যই এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারত সরকার। এদিনের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে ১৯৬৯ সাল থেকে প্রতি বছর চলচ্চিত্রজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে। এবার পেয়েছেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান অমিতাভ। ৭৭ বছর বয়সী এই অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছে ’বদলা’ চলচ্চিত্রে। ১৯৬৯ সালে ’সাত হিন্দুস্থানী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হয়েছিল। ’অগ্নিপথ’, ’ব্ল্যাক’, ’পা’ ও ’পিকু’ চলচ্চিত্রের জন্য চারবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ২০১৫ সালে তিনি ‘পদ্ম বিভূষন’ সম্মানও পেয়েছেন।