শিরোনাম :
ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 34
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার সংলগ্ন সৌদি প্রবাসী হাসপাতালের দক্ষিণ পাশে ডাক্তার আমির হামজার চেম্বার ও ভাড়াবাড়ীতে এবং একটি চা দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত ( ১৩ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ডৌয়াতলা বাজার সংলগ্ন সৌদি প্রবাসী হসপিটালের দক্ষিণ পাশে ডাক্তার আমির হামজার ভাড়াবাড়ীতে ও চেম্বারে অতর্কিত হামলা চালায় সিদ্দিকুর রহমান কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। ডাক্তার আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী রাসেল এবং আরও কয়েকজন। এসময় তাকে না পেয়ে আমির হামজার কেয়ারটেকার এবং তার স্ত্রীকে মেরে যখম করে, অফিস ভাংচুর করে এবং নগদ অর্থ,স্বর্নলংকারসহ বেশ কিছু মালামাল লুটপাট করে তারা। এসময় চা দোকানদার চাঁনমিয়া বাঁধা দিলে তাকে ও তার স্ত্রী মোসা.শাহানা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং তার চায়ের দোকান ভাংচুর করে। তারা এখন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় আছে। সিদ্দিকুর রহমান কাজী ব্যক্তিগত বিরোধের জেরে এসব ভাড়া সন্ত্রাসী লালনপালন করে চাঁদাবাজি করে আসছে ।
এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ডাক্তার আমির হামজা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ১৫/২০ জনের নামে বামনা থানায় একটি মামলা দায়ের করছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।
এদিকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট জনাব মো: নুরুল হক মৃধা, বরিশাল শেরে-বাংলা হাসপাতালে নিজে তদন্ত করতে গিয়ে তাদের কাছ থেকে সত্য ঘটনা উদঘাটন করেন। স্বামী ও স্ত্রী দু,জনেই মেডিকেলে চিকিৎসা অবস্থায় রয়েছে। এদের কাছ থেকে জানা যায় যে ডাক্তার আমির হামজার উপর হামলা করতে গিয়ে তাদের সাথে মারা মারি সন্ত্রাসি কর্ম কান্ড ঘটে। এবং হুমকিও দিয়েছে যে ডাক্তারের সাথে তাদেরকেও ভোস্তায় ভরা হবে।
নুরুল হক মৃধা/ নিউজ লাইট ৭১
Tag :