অনলাইনে যাত্রা শুরু করল এসএমএস ফ্যাশন
- আপডেট টাইম : ০৯:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / 34
দেশের অনলাইন ফ্যাশন বাজারে আরো একটি পালক যুক্ত করেছে এসএমএস ফ্যাশন। শুক্রবার (১০জানুয়ারি) রাজধানীর উত্তর বাড্ডাস্থ কার্যালয় থেকে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। নিত্য নতুন ফ্যাশন কালেকশন নিয়ে গ্রাহকের চাহিদা পূরণে কাজ করবে এসএমএস ফ্যাশন।
প্রতিষ্ঠানটির সিইও এসএম শামীম জানান, ‘গ্রাহকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য’ এই স্লোগান নিয়েই এসএমএস ফ্যাশনের যাত্রা শুরু। আশা করছি পণ্যের গুণগত মান ঠিক রেখে প্রতিযোগিতার এই বাজারে আমারা ঠিকে থাকবো। তিনি আরো বলেন, আমাদের পণ্য কিনে কোনো গ্রাহক প্রতারিত হওয়ার সুযোগ নেই। কেননা আমাদের কাছ থেকে যারা পণ্য অর্ডার করবেন তারা পণ্য হাতে পেয়ে দেখে, শুনে ও বুঝে টাকা পরিষোধ করবেন। পছন্দ না হলে সাথে সাথে তা ফেরত দিবেন। তাই গ্রাহকগণ নিশ্চিন্তে পণ্য কিনতে পারবেন।
এসএমএস ফ্যাশনের অঙ্গিকার-
০১. গ্রাহকের আস্থা অর্জন।
০২. পণ্যের মান ঠিক রাখা।
০৩. দ্রুত সময়ে ডেলিভারি।
০৪. পছন্দ না হলে ফেরত।
০৫. কথার সাথে কাজের মিল।
০৬. সততার সঙ্গে ব্যবসা।
উদ্বোধন উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি-
প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী ডেলিভারি চার্জ ফ্রিসহ আসন্ন মাহে রমজান উপলক্ষেও বিশেষ অফার ঘোষণা করেছে। শুধু তাই নয়, ঢাকায় বসবাসরত সকল সাংবাদিকদের জন্য বছরব্যাপী সকল পণ্যের ডেলিভারি চার্জ ফ্রি করেছে এসএমএস ফ্যাশন।
এসএমএস ফ্যাশনের পেইজ লিংক-