শিরোনাম :
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / 121
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।
পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি।
জানা গেছে, নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ জানুয়ারি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, শাহাদৎ হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো: আলমগীর।
Tag :