স্ট্রোক করেছেন এ টি এম শামসুজ্জামান
- আপডেট টাইম : ১০:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / 106
নিউজ লাইট ৭১ রিপোর্ট: এ টি এম শামসুজ্জামানের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান বলেন, এবার মনে হয়, স্ট্রোক করেছেন তিনি। শরীরের এক পাশ পুরোই অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা অনেক দুর্বল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি। বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন।
এর আগে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ টি এম শামসুজ্জামান। সর্বশেষ জানা গেছে, এবার তার অবস্থা বেশ সঙ্কটাপন্ন। কারো সঙ্গে তিনি কথা বলছেন না। এমনকি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছেন। তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে তাকে। রোববার তার চিকিৎসক নিউজ লাইট ৭১ কাছে এসব তথ্য জানান।
এদিকে পরিবারের পক্ষ থেকে স্ত্রী রুনা জামান জানান, শুক্রবার থেকেই এ টি এম শামসুজ্জামানের শরীর দুর্বল হয়ে পড়েছে। চলাফেরা করতে পারছেন না। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ওইদিন (শুক্রবার) রাতভর এমন অবস্থা ছিল। পরে শনিবার দুপুরে তাকে হাসপাতালে আনা হয়।
তার চিকিৎসক মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে এ টি এম শামসুজ্জামানকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয়।
এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, যত দূর দেখছি এবং বুঝেছি বাবার মূল সমস্যার চিকিৎসা এখনো শুরুই হয়নি। কেননা, বেলা দুইটার পর এখানকার বড় ডাক্তাররা চলে যান। আশা করছি, আজ (রোববার) বাবার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বড় ডাক্তাররা।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেই রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছু শারীরিক জটিলতা হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিছুদিন সেখানে ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২৫ নভেম্বর আন্ত্রিক প্রতিবন্ধকতা দেখা গেলে এ টি এম শামসুজ্জামানকে জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। অবস্থা একটু ভালো হলে পরে তাকে বাসায় নেওয়া হয়।
এদিকে গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন এ টি এম শামসুজ্জামান।