৭০ ভাগ জঙ্গি তরুণ: সিটিটিসি প্রধান
- আপডেট টাইম : ০৯:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 21
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া জঙ্গিদের ৭০ শতাংশের বয়স ১৭ থেকে ৩৪ বছরের মধ্যে।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া জঙ্গিদের ৭০ শতাংশের বয়স ১৭ থেকে ৩৪ বছরের মধ্যে।
এই বয়সীদের দ্রুত রেডিকালাইজড করা যায়। তাই জঙ্গিরা কম বয়সী তরুণদের খোঁজে থাকে। সাইবার ওয়ার্ল্ডে জঙ্গিদের দেওয়া ভিডিও কনটেন্টে লাইক কমেন্ট করলেই তাদের টার্গেট করে জঙ্গিরা।
তিনি আরও বলেন, জঙ্গি সংগঠনগুলো সাইবার স্পেসে অনেকটাই সক্রীয়। তারা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে জঙ্গি সদস্য নির্বাচন করে।
তারা সাইবার স্পেসে তাদের যে নিজস্ব সাইট ও প্ল্যাটফর্ম আছে, সেখানে এনক্রিপটেড অ্যাপসের মাধ্যমে তাদের বিভিন্ন রেডিক্যালাইজড কনটেন্ট ব্যাপকভাবে প্রচারণা চালায়। এই প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে যারা লাইক বা কমেন্ট করে, তাদের মধ্যে থেকে টার্গেট গ্রুপকে এক্সপার্ট জঙ্গিরা সদস্য নির্বাচন করে।
নিউজ লাইট ৭১