১০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট টাইম : ০৯:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / 25
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১০৬ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, মাদকদ্রব্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
রোববার বিকেলে বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২ লাখ ৮২ হাজার ৭০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৩৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৪ হাজার ৩২৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮১৬ বোতল বিদেশী মদ, ২ হাজার ৭২৯ ক্যান বিয়ার, ২ হাজার ৬৯৬ কেজি গাঁজা, ১৪ কেজি হেরোইন, ২২ হাজার ৭৬২টি ইনজেকশন, ৬ হাজার ৮৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৪৩৪ বোতল এমকেডিল/কফিডিল, ৭ হাজার ৭৭০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩ লাখ ৯৮ হাজার ৮৫৫টি বিভিন্ন প্রকার ঔষধ এবং ২ লাখ ৯ হাজার ৯২৭টি অন্যান্য ট্যাবলেট।
জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ০৬৩ গ্রাম স্বর্ণ, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, ১ লাখ ৭৮ হাজার ৭০৩টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ৫৩৮টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৯৮৭টি শাড়ী, ৩ হাজার ৫৫টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, ২ হাজার ৩৫৯টি তৈরী পোশাক, ২ হাজার ৩৪০ ঘনফুট কাঠ, ৫ হাজার ৫৩ কেজি চা পাতা, ১ লাখ ১৬ হাজার ৪১০ কেজি কয়লা, ৬ হাজার ১০ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, ১হাজার ৩১৩ কেজি কীটনাশক, ৮টি ট্রাক, ৯টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৫টি মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযাকালে ১টি পিস্তল, ১টি বন্দুক, ৬টি গান, ৬টি ককটেল, ১টি আর্টিলারী গোলা, ৫ হাজার ১৪ রাউন্ড গুলি এবং ২৯৫ কেজি ৬৫০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৮ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজ লাইট ৭১