স্মার্ট কার্ড দেয়া হবে জমির মালিকদের
- আপডেট টাইম : ০২:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / 21
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, জমি মালিকদের স্মার্ট কার্ড দেয়া হবে। ‘সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিওএল)’ নামের এ কার্ডে জমির মালিকানার যাবতীয় তথ্য থাকবে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
ভূমিমন্ত্রী আরও বলেন, আমরা সব ভূমি মালিককে একটা স্মার্ট কার্ড দেয়ার চিন্তা-ভাবনা করছি। সেখানে সব ডেটা থাকবে। এই যে ঝগড়া-ঝাটি, তার কার্ডটা দিলেই সব বের হয়ে আসবে- তার কী পরিমাণ জমি আছে, তার কী পরিমাণ জমি ছিল, তিনি কী পরিমাণ জমি বিক্রি করেছেন। বিক্রি করা জমি অটোমেটিক ডিডাকশন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে।
তিনি বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা অনেকটা সাকসেসফুল কিন্তু মাঠ পর্যায়ে সমস্যা এখনও রয়ে গেছে।
এছাড়া, ভূমিমন্ত্রী বলেন, আগামী পয়লা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে প্রদান করতে হবে। ম্যানুয়ালি কোনো ভূমি কর প্রদান করার কোনো সুযোগ থাকছে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
নিউজ লাইট ৭১