কাঁপছে পঞ্চগড়
- আপডেট টাইম : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / 31
বাংলাদেশের সর্ব উত্তরে দিন দিন শীতের দাপটে তাপমাত্রা কমতে শুরু করেছে। পঞ্চগড় জেলা হিমালয়ের কাছে হওয়ায় এ জেলায় অনেক বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
এ জেলায় দিনের বেলা কখনো গরম,আবার কখনো রোদের মিষ্টি তাপমাত্রার পর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতল আবহাওয়া।
জেলা সদরসহ উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা। ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা শুরু হয়েছে। শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্ট কর হয়ে পড়েছে বলে জানায় পঞ্চগড়বাসী।
জেলার হাসপাতাল গুলোতে শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
নিউজ লাইট ৭১