বিনামূল্যে বীজ পেলেন দেবহাটার কৃষকরা
- আপডেট টাইম : ০৯:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / 33
সাতক্ষীরার দেবহাটা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গণে এই বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান ও কৃষি অধিদপ্তরের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১৮০০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সকল কৃষকদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো জমি ফেলে না রেখে চাষাবাদ করার জন্য। তাই সকল জমিতে চাষাবাদ করতে হবে। একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের নিজেদেরকেই নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে।
এ সময় তিনি কৃষি বিভাগের সহায়তা নিয়ে সকল জমিতে প্রয়োজনমতো আবাদ করার আহবান জানান।
নিউজ লাইট ৭১