ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফলমূল সাবাড় করছে বানরের দল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 27

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে বন্য বানরের অতিষ্ঠ। সাবাড় করে চলছে ফলসহ সৃজিত বাগান। বনের মধ্যে খাবার না পেয়ে লোকালয়ে এসে হামলা করছে এরা।

ফরেস্ট কলোনি, স্বাগত বিল্ডিং এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, জাকির হোসেন স-মিল এলাকা, লগ-গেইট এলাকা, চৌধুরী ছড়া, প্রজেক্ট বাংলা কলোনিসহ বিভিন্ন এলাকায় এসে বন্য বানর তাণ্ডবলীলা চালাচ্ছে। ৮/১০টি বানর এক সাথে লোকালয়ে এসে বাগানের বিভিন্ন ফলমূল সাবাড় করে ফেলছে।

শিল্প এলাকার কালাম জানান, বানর দল তার কলা বাগানের খেয়ে সাবাড় করে ফেলেছে।

এছাড়া বিভিন্ন এলাকার আবুল খায়ের, নাজমা বেগম ও সনজিতা রানী দাশ জানান, এ সকল বানরের জন্য বাগান করে রাখা যায় না। পেঁপে, কলা, বড়ই, বড়কটি, পেয়ারাসহ বিভিন্ন সৃজিত বাগান নষ্ট করে ফেলছে। এদের তারা করলে বানর দল উল্টো দূরে গিয়ে হুমকি দেয়। কেউ কেউ আবার এদের আদর করে খানা খাওয়াচ্ছে।

স্থানীয় লোকজন জানান, বন্যপ্রাণী বনের মধ্যে খাবার না পেয়ে এরা লোকালয়ে এসে মানুষের লাগানো সৃজিত বাগান নষ্ট করছে। বন বিভাগ বলছে- এদের না তারিয়ে এদের ভালবাসতে শিখি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফলমূল সাবাড় করছে বানরের দল

আপডেট টাইম : ০৯:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে বন্য বানরের অতিষ্ঠ। সাবাড় করে চলছে ফলসহ সৃজিত বাগান। বনের মধ্যে খাবার না পেয়ে লোকালয়ে এসে হামলা করছে এরা।

ফরেস্ট কলোনি, স্বাগত বিল্ডিং এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, জাকির হোসেন স-মিল এলাকা, লগ-গেইট এলাকা, চৌধুরী ছড়া, প্রজেক্ট বাংলা কলোনিসহ বিভিন্ন এলাকায় এসে বন্য বানর তাণ্ডবলীলা চালাচ্ছে। ৮/১০টি বানর এক সাথে লোকালয়ে এসে বাগানের বিভিন্ন ফলমূল সাবাড় করে ফেলছে।

শিল্প এলাকার কালাম জানান, বানর দল তার কলা বাগানের খেয়ে সাবাড় করে ফেলেছে।

এছাড়া বিভিন্ন এলাকার আবুল খায়ের, নাজমা বেগম ও সনজিতা রানী দাশ জানান, এ সকল বানরের জন্য বাগান করে রাখা যায় না। পেঁপে, কলা, বড়ই, বড়কটি, পেয়ারাসহ বিভিন্ন সৃজিত বাগান নষ্ট করে ফেলছে। এদের তারা করলে বানর দল উল্টো দূরে গিয়ে হুমকি দেয়। কেউ কেউ আবার এদের আদর করে খানা খাওয়াচ্ছে।

স্থানীয় লোকজন জানান, বন্যপ্রাণী বনের মধ্যে খাবার না পেয়ে এরা লোকালয়ে এসে মানুষের লাগানো সৃজিত বাগান নষ্ট করছে। বন বিভাগ বলছে- এদের না তারিয়ে এদের ভালবাসতে শিখি।

নিউজ লাইট ৭১