শিরোনাম :
২ টি পিস্তলসহ আবুল কাশেম নামে ১ অস্ত্র ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / 91
নিউজ লাইট ৭১ রিপোর্ট : পাবনায় র্যাব একটি শক্তিশালী অভিযান চালিয়ে ২ টি পিস্তলসহ আবুল কাশেম নামে ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত আবুল কাশেম সদরথানাধীন ভাড়ার ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে আবুল কাশেম। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেচা করে আসতেছিলেন উক্ত এলাকায়।
শনিবার বিকেলে অস্ত্র ব্যবসায়ী কাশেম বেশ কিছু অস্ত্র নিয়ে কুষ্টিয়া হয়ে ভাড়ার পদ্মানদী পার হচ্ছিল। খবরটি র্যাব টের পেয়ে তাৎক্ষণিক ঐ এলাকায় অভিযান চালিয়ে কাশেমকে আটক করে।
এ সময় র্যাব দেহ তল্লাশী করলে তার মাজায় থাকায় ১ টি শাটারগান ও ১ টি পিস্তলসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :