টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করে নোটিশ জারি করেছে
- আপডেট টাইম : ১০:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / 164
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের প্রচার-প্রচারণা নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করে নোটিশ জারি করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে, ভারতে সহিংসতায় উসকানি হতে পারে বা দেশবিরোধী আবেগ উৎসাহ পেতে পারে এমন কোনো কিছু প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হওয়ার পর থেকেই ভারত জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। অনেকে নিহতও হয়েছে। কয়েকটি স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা। এছাড়া দেশের সংহতি, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনো কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।