ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে ৮ মামলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 28

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে একাধিক মামলা হয়েছে।

রোববার বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে প্রতিষ্ঠানটির সাবেক ৮ কর্মকর্তা গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৃথক ৮টি মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ৮ কর্মকর্তা ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। এ সময়ে তাদের কোম্পানির লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়। এর ফলে তারা প্রথমে গ্রামীণ টেলিকমকে লিগ্যাল নোটিশ পাঠায়। কিন্তু লিগ্যাল নোটিশের পরও ব্যবস্থা গ্রহণ না করায় মামলা দায়ের করেন। আদালত গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলেছেন।

উল্লেখ্য, গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ড. ইউনূসের বিরুদ্ধে ৮ মামলা

আপডেট টাইম : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে একাধিক মামলা হয়েছে।

রোববার বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে প্রতিষ্ঠানটির সাবেক ৮ কর্মকর্তা গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৃথক ৮টি মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ৮ কর্মকর্তা ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। এ সময়ে তাদের কোম্পানির লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়। এর ফলে তারা প্রথমে গ্রামীণ টেলিকমকে লিগ্যাল নোটিশ পাঠায়। কিন্তু লিগ্যাল নোটিশের পরও ব্যবস্থা গ্রহণ না করায় মামলা দায়ের করেন। আদালত গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলেছেন।

উল্লেখ্য, গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা।

নিউজ লাইট ৭১