এমন অবস্থা আরও দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস
- আপডেট টাইম : ০১:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / 120
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঘন কুয়াশার কারণে গত দুই দিন ধরে রাজধানী ঢাকায় সূর্যের দেখা নেই। হঠাৎ চলে আসা এই ঠাণ্ডা অনুভূতিতে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। সেই সঙ্গে বইছে উত্তরের ঠাণ্ডা হাওয়া।
এদিকে এমন অবস্থা আরও দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে স্থানভেদে ২১ ও ২২ ডিসেম্বরের দিকে ঠাণ্ডা অনুভূতি কমে আসবে বলেও জানিয়েছে তারা।
আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের শেষ নাগাদ আসতে পারে নিম্নচাপ। সে সময় মাঝারি ধরণের শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে যেতে হতে পারে দেশবাসীকে। শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
তাই শুক্রবারসহ আরও দুই দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি ধরণের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।