শিরোনাম :
শেখ রাসেল দিবস পালন উপলক্ষে রাজশাহী প্রেসক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / 33
আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসকে জাতীয় ঐক্যের প্রতীক ও আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “লুটেরাদের বাংলাদেশ নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশ সফল করতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। এই সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু। আর উপস্থিত ছিলেন সদস্য মো. সাগর নোমানী, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, জুবায়ের হোসেন রাজন,হাসানুজ্জামান হাসান, শামিউল, সালাউদ্দিন আহমেদ, হাবিবা খাতুন, শাহেদ সনু, হারুনুর রশীদ, বকুল, মৌসুমীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেন।
জহুরুল ইসলাম/ নিউজ লাইট ৭১
Tag :