ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিলিন্ডারের আগুনে বাবা-ছেলে দগ্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 33

ময়মনসিংহের ভালুকায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের নিচ তলায় একটি আন্ডারগ্রাউন্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের নিচ তলায় একটি আন্ডারগ্রাউন্ডে চায়ের দোকান মালিক আব্দুল মালেক রান্না করতে যান। তিনি আগুন ধরানোর চেষ্টাকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মুহূর্তেই পুরো আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেকের শরীরে আগুন লেগে পুড়তে থাকে।

এ সময় মালেকের ছেলে কাজল মিয়া দৌড়ে ভেতরে গিয়ে বাবাকে বাঁচাতে উদ্ধার করতে চাইলে কাজল মিয়ার শরীরও পুড়ে যায়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল-মামুন জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, অগ্নিদগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা দুই জন বাবা-ছেলে। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সিলিন্ডারের আগুনে বাবা-ছেলে দগ্ধ

আপডেট টাইম : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ভালুকায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের নিচ তলায় একটি আন্ডারগ্রাউন্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের নিচ তলায় একটি আন্ডারগ্রাউন্ডে চায়ের দোকান মালিক আব্দুল মালেক রান্না করতে যান। তিনি আগুন ধরানোর চেষ্টাকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মুহূর্তেই পুরো আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেকের শরীরে আগুন লেগে পুড়তে থাকে।

এ সময় মালেকের ছেলে কাজল মিয়া দৌড়ে ভেতরে গিয়ে বাবাকে বাঁচাতে উদ্ধার করতে চাইলে কাজল মিয়ার শরীরও পুড়ে যায়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল-মামুন জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, অগ্নিদগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা দুই জন বাবা-ছেলে। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজ লাইট ৭১