সীমান্ত থেকে কষ্টি পাথর উদ্ধার
- আপডেট টাইম : ০৫:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / 31
ভারতে পাচার হয়ে যাওয়ার আগেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে ৭৬৫ গ্রাম ওজনের কষ্টি পাথরের উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাসিবুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকা থেকে কষ্টি পাথরসহ হাসিবুলকে আটক করা হয়।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে কষ্টি পাথরসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের নজরুল ইসলাম ছেলে।
পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দীনবন্ধু রায়সহ পুলিশের একটি টিম ভারতে কষ্টি পাথর পাচারের খবর পেয়ে উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে হাসিবুল ইসলাম একটি লাল রংয়ের একটি পলিথিনের বাজারের ব্যাগ হাতে করে তার বাড়ির সামনে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেফতার করে পুলিশ। পরে সাথে থাকা পলিথিনের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৬৫ গ্রাম ওজনের কষ্টি পাথরসহ হাসিবুল ইসলামকে আটক করে পুলিশ। যার বাজার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, কষ্টি পাথরটির ওজন প্রায় ৭৬৫ গ্রাম। এটি কী কষ্টি পাথর, নাকি অন্যকিছু তা পরীক্ষা ছাড়া বলা যাবে না। আইনি প্রক্রিয়া শেষে বস্তুটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হবে।
নিউজ লাইট ৭১