ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ছাদবাগান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 29

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদবাগান (ছবি : নিউজ লাইট ৭১)

চট্টগ্রামের রাউজানে প্রতিটি প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় সৃজন করা হচ্ছে ছাদবাগান। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে চারা লাগানোসহ গাছের পরিচর্যা করছেন। কেউ গাছের চারায় পানি দেয়, আবার কেউ ঢালপালা ছাঁটাই করে। কোমলমতি শিক্ষার্থীদের পরশে বড় হয়ে উঠছে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ। শিক্ষার্থীদের এমন আগ্রহ দেখে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলার ১৪ ইউনিয়ন ও এক পৌরসভার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৩টিতে, ৫৯টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে, ৯টি কলেজের মধ্যে ৪টিতে এবং মাদরাসা ২০টির মধ্যে ৫টিতে ছাদবাগান সৃজন করা হয়েছে। বাকিগুলোতে ছাদবাগান সৃজনের কর্মযজ্ঞ চলমান রয়েছে।

জানা যায়, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শে প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় ছাদবাগান সৃজনের লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট শিক্ষা অফিস।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছাদবাগান সৃজন করা হচ্ছে। এক দিকে পরিবেশ রক্ষা, অন্য দিকে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে অনুপ্রেরণার পাশাপাশি ফলের চাহিদা মেটানো যাবে।

রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, এ পর্যন্ত ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছাদবাগান সৃজন কার্যক্রম শেষ হয়েছে। বাকি ৩৮টিতে চলতি বছরে ছাদবাগান সৃজন করা হবে। স্থানীয়ভাবে এবং যেখানে সুযোগ আছে, সেখানে সরকারি বরাদ্দ থেকে ব্যয় করা হচ্ছে। প্রতিটি স্কুলে ৫-১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, শিশুদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিশুরা পড়ালেখার পাশাপাশি গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয়। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ছাদবাগান সৃজন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপণ করা হচ্ছে।

উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলাজুড়ে গত চার বছরে প্রায় ১১ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে এক ঘণ্টায় রোপণ করা হয়েছিল ৪ লাখ ৮৭ হাজার চারা। আগের রোপণকৃত বৃক্ষগুলো ফলন দিতে শুরু করেছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ছাদবাগান

আপডেট টাইম : ০৫:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

চট্টগ্রামের রাউজানে প্রতিটি প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় সৃজন করা হচ্ছে ছাদবাগান। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে চারা লাগানোসহ গাছের পরিচর্যা করছেন। কেউ গাছের চারায় পানি দেয়, আবার কেউ ঢালপালা ছাঁটাই করে। কোমলমতি শিক্ষার্থীদের পরশে বড় হয়ে উঠছে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ। শিক্ষার্থীদের এমন আগ্রহ দেখে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলার ১৪ ইউনিয়ন ও এক পৌরসভার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৩টিতে, ৫৯টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে, ৯টি কলেজের মধ্যে ৪টিতে এবং মাদরাসা ২০টির মধ্যে ৫টিতে ছাদবাগান সৃজন করা হয়েছে। বাকিগুলোতে ছাদবাগান সৃজনের কর্মযজ্ঞ চলমান রয়েছে।

জানা যায়, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শে প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় ছাদবাগান সৃজনের লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট শিক্ষা অফিস।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছাদবাগান সৃজন করা হচ্ছে। এক দিকে পরিবেশ রক্ষা, অন্য দিকে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে অনুপ্রেরণার পাশাপাশি ফলের চাহিদা মেটানো যাবে।

রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, এ পর্যন্ত ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছাদবাগান সৃজন কার্যক্রম শেষ হয়েছে। বাকি ৩৮টিতে চলতি বছরে ছাদবাগান সৃজন করা হবে। স্থানীয়ভাবে এবং যেখানে সুযোগ আছে, সেখানে সরকারি বরাদ্দ থেকে ব্যয় করা হচ্ছে। প্রতিটি স্কুলে ৫-১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, শিশুদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিশুরা পড়ালেখার পাশাপাশি গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয়। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ছাদবাগান সৃজন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপণ করা হচ্ছে।

উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলাজুড়ে গত চার বছরে প্রায় ১১ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে এক ঘণ্টায় রোপণ করা হয়েছিল ৪ লাখ ৮৭ হাজার চারা। আগের রোপণকৃত বৃক্ষগুলো ফলন দিতে শুরু করেছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button