পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশিকে জরিমানা
- আপডেট টাইম : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / 33
মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অপরাধে এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম ওবায়দুল খান (৩০)।
স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়ার পেরাক রাজ্যের দায়রা আদালতের বিচারক আহমাদ কামার জামালুদ্দীন এ রায় দেন।
চার্জশিট সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার অপরাধে সমন জারি না করার জন্য এক ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ মালয়েশিয়ান পঞ্চাশ রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত ওবায়দুল খান।
মালয়েশিয়ার আইনে দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
জানা যায়, ২০২১ সালের ১১ মে বিকেল দুপুর ২টার দিকে পেরাক রাজ্যের মানজুং জেলার আয়ের তাওয়ারের জালান কেজি মুহিব্বায় এ অপরাধ সংঘটিত হয়।
এছাড়া আদালত মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন (এমএসিসি) ২০০৯-এর ৪০(১)(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
নিউজ লাইট ৭১