চীনা নাগরিক গাউজিয়ান হুইককে (৪৩) হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ২ জনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
- আপডেট টাইম : ০৭:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / 142
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকার বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুইককে (৪৩) হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ২ জনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান।
এ সময় ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোন আইনজীবী আছে? উত্তরে আসামিরা বলেন, নেই।
ম্যাজিস্ট্রেট জানতে চান কেন হত্যা করলেন? আসামিরা বলেন, টাকার লোভে গামছা পেঁচিয়ে আমরা হত্যা করি। আমরা তাকে হত্যা করে ভুল করেছি।
ম্যাজিস্ট্রেট তাদের আবার প্রশ্ন করেন, ‘কীভাবে হত্যা করেছেন?’ তখন তারা বলেন, ‘গামছা পেঁচিয়ে তাকে আমরা হত্যা করি।’ ‘কত টাকা নিয়ে গেছেন?’ ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, ‘তিন লাখ ৪৯ হাজার টাকা তার কাছ থেকে নিয়েছি।’
রিমান্ড প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা চীনা নাগরিক গাউজিয়ান হুইককে কেন নিরাপত্তাকর্মী হিসাবে তার নিরাপত্তা বিধান না করে হত্যা করেছে তার মূল রহস্য উদঘাটন করার জন্য ১০ দিন রিমান্ডে নেওয়া প্রয়োজন।
যাদের রিমান্ডে দেওয়া হয়েছে তারা হলো- বাসার দুই সিকিউরিটি গার্ড- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।
উল্লেখ্য, গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর ‘এ’ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনে থাকতেন তিনি। ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।