শিরোনাম :
বিএনপি পাগল হয়ে গেছে : শাহাজান খান
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / 32
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজান খান এমপি বলেছেন, বিএনপি উম্মাত হয়ে গেছে, ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে, এরা পাগল হয়ে গেছে। তিনি বলেন, এই পাগল দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার করিম উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট হোসেওনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।
নিউজ লাইট ৭১
Tag :