ব্যাকপ্যাক-স্কুল সামগ্রী দিল এপিআইএ ভোট-মিশিগান
- আপডেট টাইম : ০৫:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / 35
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্কুল শিক্ষার্থীদের জন্য ব্যাকপ্যাক এবং স্কুল সামগ্রী বিতরণ করল এপিআইএ ভোট-মিশিগান নামে একটি সংগঠন।
গত ১১ সেপ্টেম্বর এপিআইএ ভোট-মিশিগান ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের শিক্ষার্থীদের জন্য ব্যাকপ্যাক এবং স্কুল সামগ্রী বিতরণ করেন।
এই আয়োজনে সহায়তা করেন ওয়ারেন কমিশনার ও ফিটজেরাল্ড শিক্ষা বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ। অনুষ্ঠান চলাকালীন সম্প্রদায়ের নেতারা ভোটদানের গুরুত্ব, সম্প্রদায়ের ব্যস্ততা এবং স্কুলে ফিরে যাওয়া শিক্ষার্থীদের জন্য শুভকামনা নিয়ে ছাত্র ও অভিভাবকদের সাথে কথা বলেন এপিআইএ ভোট-এমআই-এর নির্বাহী পরিচালক রেবেকা ইসলাম সম্প্রদায়ের সেবা করার সুযোগের জন্য আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন- সিনেটর পল ওয়াজনো, বিচারক কার্ল মার্লিং, রাজ্য প্রতিনিধি প্রার্থী ডোনাভান ম্যাককিনি, আজিজ চৌধুরী, ইমাম সৈয়দ আহমেদ এছাড়া কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজ লাইট ৭১