দুবাই যাচ্ছেন সোহেলি-তৃষ্ণা
- আপডেট টাইম : ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / 31
বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে বদলি খেলোয়াড় হিসেবে নারী দলের তারকা সোহেলি আক্তার এবং ফারজানা হক পিংকী দুবাই যাচ্ছেন।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার ফ্লাইটে বাংলাদেশ নারী দলের এই দুই ক্রিকেটার দুবাই যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ,যেহেতু ২ দিন পরই ম্যাচ, সে কারণে আজ বিকেলের ফ্লাইটেই যাচ্ছে তারা। দুবাই পৌঁছেই তারা দলের সাথে যোগ দেবেন।
এর আগে চোটের জন্য অভিজ্ঞ বোলার জাহানারার ডান হাতে দুটি সেলাই লেগেছে। ফলে মাঠে নামা অনিশ্চিত এই পেসারের। তার জায়গায় ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এদিকে, ব্যাটার ফারজানা হক পিংকি কোভিডে আক্রান্ত হয়েছেন। এ কারণেই ইভেন্টের মেডিকেল প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে। দলে তার স্থলাভিষিক্ত হয়েছেন সোহেলি আক্তারকে।
১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে দুবাইয়ে শনিবার রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
নিউজ লাইট ৭১