ধরা পড়লো বিশ হাজার টাকার বোয়াল
- আপডেট টাইম : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / 30
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে পদ্মা যমুনার মোহনায় আনন্দ মাঝির জালে ধরা পড়লো ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে আনন্দ হালদার তার সহযোগীদের নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদী এলাকায় মাছ ধরতে আসেন। সকালে তার জালে বড় একটি বোয়াল মাছ আটকা পড়ে।
পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে পদ্মায় বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে এমন খবর শুনে দৌলতদিয়া মৎস্য আড়তে যোগাযোগ করে দুলাল মণ্ডলের আড়ত থেকে ১১ কেজি ওজনের বোয়াল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ২০ হাজার ৯০০ টাকায় কিনে নিই।
পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি ২ হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি করব বলেও জানান তিনি।
নিউজ লাইট ৭১