বন্ধুর কোপে অপর বন্ধু খুন
- আপডেট টাইম : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 31
নাটোরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর ধারালো হাসুয়ার কোপে শাওন আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী নিহত শাওন একই এলাকার দেলু ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, পেশায় শ্রমিক শাওন আহমেদ ও আলিফ হোসেন দুজন ঘনিষ্ট বন্ধু। সকালে ঘাসকাটা শেষে আলিফ ঈদগাঁহের পাশের হোটেলে আসে। সেখানে শাওনের সাথে দেখা হলে দুজন একসাথে সকালের নাস্তা করে। নাস্তা শেষে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে আলিফ তার কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে শাওনের পায়ে কোপ দেয়।
এ সময় শাওনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আলিফ দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। আলিফ হোসেনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে আলিফকে আটক করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজ লাইট ৭১