বিষপানে ছাত্রীর আত্মহত্যা
- আপডেট টাইম : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 31
গাইবান্ধার সুন্দরগঞ্জে লেখা-পড়া নিয়ে মায়ের সঙ্গে বাকবিতন্ডার পর বিষ পানে জান্নাতি আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতি আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে জান্নাতি আক্তার প্রাইভেট পড়তে যাবার প্রস্তুতি নেয়। এ সময় তার মা ফাতেমা বেগমের সঙ্গে লেখা-পড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মায়ের উপর অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক ‘কেটাপ’ পান করে। তাকে বিষ পান করতে দেখে তার মা চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন৷ পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতি আক্তারকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘মায়ের সাথে অভিমান করে সপ্তম শ্রেণির এক ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’
নিউজ লাইট ৭১