জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট টাইম : ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 29
ঢাকার ধামরাইয়ে আমিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাথে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি৷ নিহতের শরীরে ছুরির আঘাত রয়েছে। এছাড়াও ডান পায়ের নিচে হাড় বেরিয়ে গেছে।
বুধবার বিকেলের দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কানকাউলি এলাকার পশ্চিম পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ডান পায়ের নিচে মাংস নেই, হাড় বেরিয়ে গেছে। নিহতের বুকের ওপর একটি বাটন মোবাইল ফোন ছিলো, যা পুলিশ লাশের সাথে নিয়ে গেছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আমিরুল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১