গাঁজা ও চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৪:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 29
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার দুপুরে এসব অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে শাজাহানপুর উপজেলার সাজাপুর টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনের সামন থেকে ৫০ কেজি গাঁজাসহ আল-আমিন হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার কতোয়ালী উপজেলার বাটকাশহর গ্রামের মৃত আুুল লতিফের ছেলে।
অপর একটি অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ নবীন চন্দ্র দাস (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবীন বগুড়া সদরের সাবগ্রাম চকলাম এলাকার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়ার শাজাহানপুর থানা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ লাইট ৭১