শিরোনাম :
করমচা ওষুধি গুণসম্পন্ন ফল
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 27
বর্ষাকালীন ফল করমচা। এটি টক স্বাদের খুব মুখরোচক একটি ফল। অনেকেই এই টক ফলটি খেতে বেশ পছন্দ করে। করমচাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ফল দেখতে ছোট হলেও এর রয়েছে অনেক খাদ্যগুণ। শরীর সুস্থ রাখতে এই ফলের ভূমিকা অপরিসীম। আসুন জেনে নেই এই ফলের গুনাগুণ সম্পর্কে-
# খাবারের রুচি বাড়াতে সাহায্য করে।
# হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
# জ্বর সর্দি হলে নিরাময়য়ে কাজ করে।
# রক্ত সঞ্চলন স্বাভাবিক রাখতে সহায়তা করে।
# শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে করমচা।
# শরীরের ক্লান্ত ভাব দূর করে এবং শরীরে শক্তি যোগায়।
# কিডনি জনিত রোগ প্রতিরোধে করমচা বেশ উপকারি একটি ফল।
# শরীরে চুলকানির সমস্যা থাকলে তা দূর করবে করমচা। করমচা গায়ের চুলকানিসহ ত্বকের নানান রকম রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে।
নিউজ লাইট ৭১
Tag :