শিরোনাম :
সংরক্ষিত বনাঞ্চলে বনবিড়াল অবমুক্ত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / 27
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় বনবিভাগের টহলরত অবস্থায় রাস্তার পাশে পড়া থাকা অসুস্থতাবস্থায় একটি বিড়ল প্রজাতির বনবিড়াল উদ্ধার করেন জালিয়াপাড়া বন বিভাগ।
জালিয়াপাড়া বন বিভাগের কর্মকর্তা অনুকর চাকমা জানান, বিড়ল প্রজাতির বনবিড়ালটি সোমবার গুইমারা উপজেলা প্রাণিসম্পদের ডা: মো: আলমগীর হোসেন’র কাছে চিকিৎসা শেষে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির’র নির্দেশনা মতে আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে সোমবার দুপুরের দিকে বিড়ল প্রজাতি বন বিড়ালটি অবমুক্ত করেন
বিড়ল প্রজাতির বনবিড়ালটি অবমুক্ত করার সময় জালিয়াপাড়া বন বিভাগের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১
Tag :