সীমান্তে থাকা নো-ম্যানস ল্যান্ডের গণকবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন
- আপডেট টাইম : ০৯:২৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / 105
নিউজ লাইট ৭১ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তে থাকা নো-ম্যানস ল্যান্ডের গণকবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রাথমিকভাবে গণকবর বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। গণকবরে থাকা শহীদদের নাম ও এ বিষয়ে ইতিহাস সম্পর্কে জানতে কাজ করবে একটি উপ-কমিটি। একই সঙ্গে কবর বাংলাদেশের অভ্যন্তরে স্থানান্তর করা হলে আশপাশের এলাকায় খাস জমি পাওয়া যায় কি-না সে বিষয়টি ঠিক করতে সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা বাহার মালদার, মো. জমশেদ শাহ্, মো. শাহ্ আলম, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। গণকবরটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত বলে তাঁরা উল্লেখ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের সেনারবাদী ও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার রামনগর এলাকায় মধ্যবর্তী স্থানে গণকবরটি অবস্থিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গণকবরে ২৫০ জনের মতো শহীদ শায়িত রয়েছেন। মুক্তিযুদ্ধকালে আগরতলার জিবি হাসপাতালে যারা মারা যেতেন তাঁদেরকে এখানে কবর দেয়া হতো। বিজিবি’র পক্ষ থেকে একবার গণকবরটি পরিচ্ছন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ প্রসঙ্গে শনিবার রাতে নিউজ লাইট ৭১ কে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এর ইতিহাস ও কবরে থাকা শহীদদের নাম জানার চেষ্টা করা হবে।’