ডিম ছেড়েছে মা’মাছ
- আপডেট টাইম : ০৫:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / 28
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর কয়েকটি স্থানে তৃতীয় দফায় ডিম ছেড়েছে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালবাউস) মা মাছ। নদীর বিভিন্ন স্থানে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত থেকে হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা ও আমতুয়া, নাপিতের ঘাট এবং আজিমের ঘাট এলাকায় ডিম পেয়েছেন বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এবার হালদা নদীতে তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে।
দুই শতাধিক নৌকা নিয়ে জেলেরা বৃহস্পতিবার রাত থেকে ডিম সংগ্রহ করছেন। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।
তিনি আরও বলেন, রাতে নৌকার সংখ্যা কম থাকলেও শুক্রবার (১৭ জুন) সকাল থেকে ৩ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছেন।
নিউজ লাইট ৭১