বিয়ের দিনে বাবাকে হত্যা
- আপডেট টাইম : ০৫:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / 34
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ায় বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদালের কোপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনা অভিযুক্ত প্রতিবেশী জমির হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু ওই গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় বাবলুর রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে। বিয়ের কেনাকাটা করতে ও ভায়েরা (ভাইরা ভাই) মিন্টু রহমানকে দাওয়াত দিতে বাড়ি থেকে রওনা দেন তিনি। বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে জমির হোসেন পূর্ব শত্রুতার জেরে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাকবির হাসান বলেন, হাসপাতালে আনার আগেই বাবলুর মৃত্যু হয়েছে। নিহতের মাথায় ধারালো কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জমির উদ্দিনকে আটক করা হয়েছে।
নিউজ লাইট ৭১