অবৈধ ড্রেজার পুড়িয়ে ধ্বংস
- আপডেট টাইম : ০৩:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / 33
পটুয়াখালীর মির্জাগঞ্জের বেড়েরধন নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাইপ সহ একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চন্দ্রকান্দা গ্রামের বেড়েরধন নদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস অভিযান চালিয়ে মেশিনটি আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
স্থানীয়রা জানান, দেউলী সুবিদখালী ইউনিয়নের চন্দ্রকান্দা গ্রাম সংলগ্ন বেড়েরধন নদে স্থাণীয়ভাবে বিশেষ পদ্ধতিতে তৈরি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল পার্শ্ববর্তী বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির খান। এতে নদীর দু’পাড় সহ ফসলি জমি নদের গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়। বালু উত্তোলনের খবর পেয়ে ইউএনও মোসাঃ তানিয়া ফেরদৌস ঐ স্থানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ সহ একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বেড়েরধন নদ থেকে বালু উত্তোলনের দায়ে পাইপসহ একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। যে কেউই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমিসহ পরিবেশ ধ্বংসের চেষ্টা করবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ লাইট ৭১