ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩শ বোতল ফেনসিডিল উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / 31

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’এর একটি দল।

র‌্যাব-১১’এর একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

এসময় মাদক ব্যবসায়ীদের বহন করা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। আজ বিকেলে পাঠানো র‌্যাব-১১’এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলো, কুমিল্লা জেলার সোয়াগাজী বাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ আবুল কালাম (২৮), একই এলাকার মোঃ হাতেম আলীর ছেলে মোঃ মেহেদী হাসান হৃদয় (১৮), কুমিল্লার লামপুর ছোট জয়নগর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইমাম হোসেন রনি (১৮), কুমিল্লার জগ মনপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম রুবেল (২৬), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পলাশপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে মোঃ শিপন আলী (৩০), মুন্সিগঞ্জের সিরাজদীখান চরবানিয়া এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে মোঃ আওলাদ হোসেন (৩২) ও কুমিল্লার রানীর দিঘীরপাড় এলাকার মৃত শরাফত আলীর ছেলে মোঃ রবিউল হোসেন (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও তার আশেপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাত জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে র‌্যাব-১১ একটি দল শিমরাইল এলাকায় চেক পোষ্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য তিনশ বোতল ফেনসিডিলসহ সাত জনকে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৩শ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট টাইম : ০২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’এর একটি দল।

র‌্যাব-১১’এর একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

এসময় মাদক ব্যবসায়ীদের বহন করা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। আজ বিকেলে পাঠানো র‌্যাব-১১’এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলো, কুমিল্লা জেলার সোয়াগাজী বাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ আবুল কালাম (২৮), একই এলাকার মোঃ হাতেম আলীর ছেলে মোঃ মেহেদী হাসান হৃদয় (১৮), কুমিল্লার লামপুর ছোট জয়নগর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইমাম হোসেন রনি (১৮), কুমিল্লার জগ মনপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম রুবেল (২৬), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পলাশপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে মোঃ শিপন আলী (৩০), মুন্সিগঞ্জের সিরাজদীখান চরবানিয়া এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে মোঃ আওলাদ হোসেন (৩২) ও কুমিল্লার রানীর দিঘীরপাড় এলাকার মৃত শরাফত আলীর ছেলে মোঃ রবিউল হোসেন (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও তার আশেপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাত জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে র‌্যাব-১১ একটি দল শিমরাইল এলাকায় চেক পোষ্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য তিনশ বোতল ফেনসিডিলসহ সাত জনকে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজ লাইট ৭১