ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড
- আপডেট টাইম : ০৩:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / 34
সাতকানিয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ওই যুবকের নাম সুকুমার সূত্রধর।
সে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনেয়াবাদ এলাকার সুনীল সূত্রধরের ছেলে। মঙ্গলবার দুপুরের এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
উপজেলা প্রসাশন জানা যায়, কিছুদিন ধরে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনেয়াবাদ এলাকায় রাইজিং স্টার কিন্ডারগার্টেন এর চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো সুকুমার। প্রতিদিনের মতো আজও সিএনজিযোগে ইভটিজিং করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।
নিউজ লাইট ৭১