শিরোনাম :
দেশে ফিরেছে ১৯ বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / 142
নিউজ লাইট ৭১ ডেস্ক: ভাল কাজের প্রলোভনে পড়ে পাচার হওয়া ১৯ যুবক ভারতে ছয়মাস কারাভোগের পর বোনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা যুবকদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন খান বলেন, ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে দুই বছর আগে ভারতে নিয়ে যায়। তারা তামিলনাড়ু প্রদেশের ক্রিকুট শহরের এক পোশাক কারখানায় চাকরি করতো।
ছয়মাস আগে সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটকের পর ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রালয়ের যোগাযোগের ফলে এরা দেশে ফিরেছে। থানার আনুষ্ঠানিকতা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :