ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একাধিক পরিবর্তন আনছে গুগল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / 31

অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট। (ছবি : সংগৃহীত)

গুগলের অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা জানানো হয়েছে। যেখানে ডিজাইন ল্যাঙ্গোয়েজ এবং পার্সোনালাইজড ইন্টারফেসের উপর জোর দেওয়া হচ্ছে। সুতরাং যারা এখন অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট ব্যবহার করছেন, তারা কিছুদিনের মধ্যেই বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন। ভিস্যুয়াল পরিবর্তন দেখা যাবে গুগলের বিভিন্ন ধরনের অ্যাপেও।

জানা গেছে, আগে গুগলের আই/ও ২০২২-এ বিশেষ আকর্ষণ ছিল গুগল পিক্সেল ৭, গুগল পিক্সেল ৭ প্রো, গুগল পিক্সেল ওয়াচ, গুগল পিক্সেল বাডস। তবে এসব পণ্য নিয়ে ঘোষণার পাশাপাশি সেখানে অ্যান্ড্রয়েড ১৩ এর কয়েকটি পরিবর্তনের কথাও বলা হয়েছে। অ্যান্ড্রয়েডকে আরও বেশি পার্সোনালাইজড করার জন্য ডিজাইন ইনোভেশনের উপরে জোর দিতে চাইছে গুগল। গুগল ট্যাবলেটের উপরে আরও বেশি জোর দিতে চায় তার ভিসুয়াল উন্নত করার জন্য।

পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে গুগল ক্রোম, গুগল ম্যাপ, জি-মেইল, গুগল ডুও, ক্যালকুলেটর, ইউটিউব মিউজিক, ফাইলস অ্যাপ, ফামিলি লিঙ্ক অ্যাপ ইত্যাদি।

চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাপে কি ধরনের পরিবর্তন আসছে-

জি-মেইল

জি-মেইলের ক্ষেত্রে আসতে পারে ইউটিলিটি পরিবর্তন। এর ফলে ইউজাররা জিমেলের উপরে পাবে একটি ড্রয়ার বাটন। এর মাধ্যমে ইউজাররা খুব সহজেই নিজেদের ফোল্ডার এবং লেবেল অ্যাকসেস করতে পারবে।

গুগল ক্রোম

অন্যান্য অ্যাপের মধ্যে গুগল ক্রোম হলো একটি সেরা অ্যাপ যা ট্যাবলেটে ভালো কাজ করে। এটিকে আরও ভালো করার জন্য আনা হতে পারে মাল্টিটাস্কিং ফিচার। এছাড়া কেউ যদি মাল্টিপল ট্যাব ওপেন করে সেই সময় বেটার লুক পাওয়া যাবে।

গুগল ম্যাপ

ট্যাবলেটের ক্ষেত্রে গুগল ম্যাপের স্প্লিট ভিউ পাওয়া যাবে। কিন্তু এখন গুগলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে শিফটিং বটম বার। এর মাধ্যমে পাওয়া যাবে বেটার ভিউ।

ফাইলস অ্যাপ

এই অ্যাপে ভারটিকাল ইন্টারফেস আসতে পারে। এর ফলে এটি আরও উন্নত হবে।

ফ্যামিলি লিঙ্ক অ্যাপ

এর নেভিগেশন ড্রয়ার রিভ্যাম্প করা হবে। এর ফলে নতুন একটি লুক এবং নতুন ফিচার পাওয়া যাবে।

ক্যালকুলেটর

এটিতে আসবে নতুন লেআউট। যার মাধ্যমে দুই কলামের ভিউ, বেশি বাটন এবং অপারেশন টুলের সুবিধা পাওয়া যাবে।

ইউটিউব মিউজিক

এই অ্যাপে পাওয়া যাবে ডাবল কলাম ভিউ। এছাড়াও নেভিগেশন রেলের মাধ্যমে স্ক্রিনে আরও বেশি ফিচারের সুবিধা পাওয়া যাবে।

গুগল ডুও

এই ভিডিও কলিং অ্যাপ আরও সেন্ট্রালাইজড কন্ট্রোল হবে। এর ফলে ইউজাররা আরও বড় ডিসপ্লের সুবিধা পাবে।

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

একাধিক পরিবর্তন আনছে গুগল

আপডেট টাইম : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

গুগলের অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা জানানো হয়েছে। যেখানে ডিজাইন ল্যাঙ্গোয়েজ এবং পার্সোনালাইজড ইন্টারফেসের উপর জোর দেওয়া হচ্ছে। সুতরাং যারা এখন অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট ব্যবহার করছেন, তারা কিছুদিনের মধ্যেই বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন। ভিস্যুয়াল পরিবর্তন দেখা যাবে গুগলের বিভিন্ন ধরনের অ্যাপেও।

জানা গেছে, আগে গুগলের আই/ও ২০২২-এ বিশেষ আকর্ষণ ছিল গুগল পিক্সেল ৭, গুগল পিক্সেল ৭ প্রো, গুগল পিক্সেল ওয়াচ, গুগল পিক্সেল বাডস। তবে এসব পণ্য নিয়ে ঘোষণার পাশাপাশি সেখানে অ্যান্ড্রয়েড ১৩ এর কয়েকটি পরিবর্তনের কথাও বলা হয়েছে। অ্যান্ড্রয়েডকে আরও বেশি পার্সোনালাইজড করার জন্য ডিজাইন ইনোভেশনের উপরে জোর দিতে চাইছে গুগল। গুগল ট্যাবলেটের উপরে আরও বেশি জোর দিতে চায় তার ভিসুয়াল উন্নত করার জন্য।

পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে গুগল ক্রোম, গুগল ম্যাপ, জি-মেইল, গুগল ডুও, ক্যালকুলেটর, ইউটিউব মিউজিক, ফাইলস অ্যাপ, ফামিলি লিঙ্ক অ্যাপ ইত্যাদি।

চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাপে কি ধরনের পরিবর্তন আসছে-

জি-মেইল

জি-মেইলের ক্ষেত্রে আসতে পারে ইউটিলিটি পরিবর্তন। এর ফলে ইউজাররা জিমেলের উপরে পাবে একটি ড্রয়ার বাটন। এর মাধ্যমে ইউজাররা খুব সহজেই নিজেদের ফোল্ডার এবং লেবেল অ্যাকসেস করতে পারবে।

গুগল ক্রোম

অন্যান্য অ্যাপের মধ্যে গুগল ক্রোম হলো একটি সেরা অ্যাপ যা ট্যাবলেটে ভালো কাজ করে। এটিকে আরও ভালো করার জন্য আনা হতে পারে মাল্টিটাস্কিং ফিচার। এছাড়া কেউ যদি মাল্টিপল ট্যাব ওপেন করে সেই সময় বেটার লুক পাওয়া যাবে।

গুগল ম্যাপ

ট্যাবলেটের ক্ষেত্রে গুগল ম্যাপের স্প্লিট ভিউ পাওয়া যাবে। কিন্তু এখন গুগলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে শিফটিং বটম বার। এর মাধ্যমে পাওয়া যাবে বেটার ভিউ।

ফাইলস অ্যাপ

এই অ্যাপে ভারটিকাল ইন্টারফেস আসতে পারে। এর ফলে এটি আরও উন্নত হবে।

ফ্যামিলি লিঙ্ক অ্যাপ

এর নেভিগেশন ড্রয়ার রিভ্যাম্প করা হবে। এর ফলে নতুন একটি লুক এবং নতুন ফিচার পাওয়া যাবে।

ক্যালকুলেটর

এটিতে আসবে নতুন লেআউট। যার মাধ্যমে দুই কলামের ভিউ, বেশি বাটন এবং অপারেশন টুলের সুবিধা পাওয়া যাবে।

ইউটিউব মিউজিক

এই অ্যাপে পাওয়া যাবে ডাবল কলাম ভিউ। এছাড়াও নেভিগেশন রেলের মাধ্যমে স্ক্রিনে আরও বেশি ফিচারের সুবিধা পাওয়া যাবে।

গুগল ডুও

এই ভিডিও কলিং অ্যাপ আরও সেন্ট্রালাইজড কন্ট্রোল হবে। এর ফলে ইউজাররা আরও বড় ডিসপ্লের সুবিধা পাবে।

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button