ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থনীতি এখন অনন্য উচ্চতায় অবস্থান করছে।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • / 101

নিউজ লাইট ৭১ ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনন্য উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বে এদেশ উন্নয়নের সব ক্ষেত্রে রোল মডেল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কসোভোর আর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। বাংলাদেশে এখন বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে। এ সময় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভোর ব্যবসায়ী সমাজকে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসার, ওষুধ শিল্প ও ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। স্পিকার বলেন, কসোভো নতুন স্বাধীন দেশ হিসেবে উদীয়মান। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব।

রাষ্ট্রদূত গুণের উরেয়া বাংলাদেশের সঙ্গে কসোভোর বন্ধন সুদৃঢ় করতে, কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি কসোভোর আর্থ সামাজিক অবস্থান তুলে ধরে বাংলাদেশে সহযোগিতা কামনা করেন। এ সময় স্পিকার কসোভোকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Tag :

শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতি এখন অনন্য উচ্চতায় অবস্থান করছে।

আপডেট টাইম : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনন্য উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বে এদেশ উন্নয়নের সব ক্ষেত্রে রোল মডেল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কসোভোর আর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। বাংলাদেশে এখন বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে। এ সময় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভোর ব্যবসায়ী সমাজকে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসার, ওষুধ শিল্প ও ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। স্পিকার বলেন, কসোভো নতুন স্বাধীন দেশ হিসেবে উদীয়মান। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব।

রাষ্ট্রদূত গুণের উরেয়া বাংলাদেশের সঙ্গে কসোভোর বন্ধন সুদৃঢ় করতে, কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি কসোভোর আর্থ সামাজিক অবস্থান তুলে ধরে বাংলাদেশে সহযোগিতা কামনা করেন। এ সময় স্পিকার কসোভোকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।