যেসব অ্যাপ পাসওয়ার্ড চুরি করছে
- আপডেট টাইম : ০৫:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / 34
ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি সংস্থা সম্প্রতি কয়েকটি ফিশিং অ্যাটাক বা স্পাইওয়্যারের নাম প্রকাশ করেছে। এগুলো কেবলমাত্র ব্যক্তিগত তথ্যই হাতিয়ে নিচ্ছে না। সেই সঙ্গে বাগিয়ে নিচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। যা পৌঁছে যাচ্ছে হ্যাকারদের মুঠোয়। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক ফোনে আসছে।
সিকিউরিটি সংস্থাটি জানাচ্ছে, যার মধ্যে ৪০টি ভুয়া ক্রিপ্টো মাইনিং অ্যাপসহ মোট ২০০টিরে বেশি ফেসটেলার স্পাইওয়্যারের খোঁজ মিলেছে। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করতো। ভয়ংকর তথ্য হলো, এরমধ্যে কয়েকটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে। যেগুলো আপনার মোবাইলে থাকলে এখনই ডিলিট করে দিন।
এমন কয়েকটি অ্যাপের নাম জেনে নিন-
১. ডেইলি ফিটনেস ওএল : এটি ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
২. পানোরামা ক্যামেরা : স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
৩. ওয়াম ফটো : এটি ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
৪. এনজয় ফটো এডিটর : এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
৫. ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন : এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
৬. ফটো গেমিং পাজেল: এটা একটা পাজেল গেম।
নিউজ লাইট ৭১