ডিজিটাল সংযোগ সচল রেখেছে জীবনধারা
- আপডেট টাইম : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / 33
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযোগ করোনায় থমকে যাওয়া জীবনধারা সচল রেখেছে। দুর্গম দ্বীপ, চর ও হাওরাঞ্চলেও এখন ফাইভ-জি কানেকশন দেওয়ার সক্ষমতা অর্জন করেছি আমরা।
মঙ্গলবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি’ স্লোগানে দিবসটি পালন করা হবে। জাতিসংঘের টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তিখাত বিষয়ক বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ১৯৩টি সদস্য রাষ্ট্র দিবসটি পালন করছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না।
দিনটিকে কেন্দ্র করে দেওয়া বাণীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন ও ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ, ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, টিঅ্যান্ডটি বোর্ড গঠন ও কারিগরি শিক্ষা প্রসারে গৃহীত কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিযোগাযোগ প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন। এর ফলে শত শত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ১৯৬৯ সালে বিশ্বে শুরু হওয়া ইন্টারনেটভিত্তিক শিল্পবিপ্লব বা তৃতীয় শিল্পবিপ্লবে অংশগ্রহণের যাত্রা শুরু হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বে ডিজিটাল সক্ষমতার নজির স্থাপন করেছে। ২০০৩ সালে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় বিশ্ব সম্মেলনে তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিলেও তা করেনি। এমনকি পরবর্তী ফলো আপ সম্মেলনে পর্যন্ত অংশ নেয়নি।
নিউজ লাইট ৭১