ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • / 104

নিউজ লাইট ৭১ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

একইসঙ্গে আদালত বলেন, বেগম জিয়া যদি সম্মতি দেন তাহলে তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা তাকে উন্নত চিকিৎসা দেবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ আবেদন খারিজ করেন।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আগের রিপোর্ট এর চেয়ে বর্তমান রিপোর্ট অনেক ভালো আছে।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া রিপোর্ট ভালো বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে খালেদা জিয়ার ‍আইনজীবী জয়নুল আবেদীন যুক্তি উপস্থাপন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাকে উন্নত চিকিৎসা দরকার। তিনি এখন হাঁটাচলা করতে পারেন না।

খালেদা জিয়া যে পূর্ণ সুস্থ রয়েছেন এমন কোথাও আজকের রিপোর্টে নেই বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার জামিন শুনানিকে ঘিরে বুধবার বিকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

Tag :

শেয়ার করুন

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আপডেট টাইম : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

একইসঙ্গে আদালত বলেন, বেগম জিয়া যদি সম্মতি দেন তাহলে তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা তাকে উন্নত চিকিৎসা দেবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ আবেদন খারিজ করেন।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আগের রিপোর্ট এর চেয়ে বর্তমান রিপোর্ট অনেক ভালো আছে।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া রিপোর্ট ভালো বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে খালেদা জিয়ার ‍আইনজীবী জয়নুল আবেদীন যুক্তি উপস্থাপন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাকে উন্নত চিকিৎসা দরকার। তিনি এখন হাঁটাচলা করতে পারেন না।

খালেদা জিয়া যে পূর্ণ সুস্থ রয়েছেন এমন কোথাও আজকের রিপোর্টে নেই বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার জামিন শুনানিকে ঘিরে বুধবার বিকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।