গণহত্যার পক্ষে অং সান সুচির সাফাই গাওয়া দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট টাইম : ১০:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / 103
নিউজ লাইট ৭১ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণহত্যার পক্ষে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাফাই গাওয়া দুঃখজনক।
তিনি বলেন, আমি নিজে সু চির মুক্তির জন্য আন্দোলন করেছি। যখন তিনি জেলে ছিলেন। এখন তার এই অধঃপতন দেখে আমার খুব দুঃখ লাগছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
দ্য হেগের আন্তর্জাতিক আদালতে বুধবার তার দেশের পক্ষে দাঁড়িয়ে সু চি রাখাইনে রোহিঙ্গাদের ওপর কোনও গণহত্যা সংঘটিত হয়নি বলে দাবি করেছেন। গাম্বিয়া যেসব তথ্য দিয়েছে তা অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করবো তিনি তার ভুল বুঝতে পারবেন এবং মানবতার পক্ষে কথা বলবেন।’
ভারতের নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, ভারতের নাগরিকত্ব বিল পাসের সময় যে বিবৃতি দেয়া হয়েছে সেটি ঠিক না। আমাদের ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত বেশি। আমাদের দেশে অন্য ধর্মের লোক নিপীড়িত নয়। সব ধর্মের লোক এখানে আছেন।’