জানুয়ারির শেষে ঢাকার দুই সিটিতে নির্বাচন
- আপডেট টাইম : ১০:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / 105
নিউজ লাইট ৭১ ডেস্ক: জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
এ জন্য আগামী সপ্তাহে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। দিন-তারিখ এখনও ঠিক হয়নি। আগামী সভাতে আশা করি বিষয়টি চূড়ান্ত হবে।’
দুই সিটিতেই ইভিএমে ভোট হবে। এ জন্য ইভিএমের প্রস্তুতি কতটুকু সেগুলো হিসেব করে তারিখ নির্ধারণ করা হবে।
আলমগীর বলেন, জানুয়ারির পর ভোটে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই। যাই হোক না কেন, আমরা জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন করব।
ইসি সচিব জানান, ‘নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত বাজেটের নীতিমালা আলোচনা হয়েছে। এটা নিয়ে আরো আলোচনা হবে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গণপ্রতিনিধিত্ব আইন ২০১৯ এর খসড়ার বিষয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে।’
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।
এছাড়া নির্বাচন কমিশন নিয়ে প্রামাণ্যচিত্র এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।