ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার বক্তব্য দিচ্ছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • / 107

নিউজ লাইট ৭১ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দ্বিতীয় দিনের শুনানি চলছে। এ দিন আদালত মিয়ানমারের বক্তব্য শুনবেন। প্রথম দিন মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার বক্তব্য শুনেছেন আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নিজ দেশের আইনজীবী দলকে নেতৃত্ব দিচ্ছেন।

সু চি তাঁর বক্তব্যের শুরুতে আন্তর্জাতিক আইন ও সনদসমূহের বাধ্যবাধকতা মেনে চলতে আদালত সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, গণহত্যা সনদের বিধান রুয়ান্ডা এবং সাবেক ইয়োগোশ্লাভিয়ায় প্রয়োগ করা হয়নি। গাম্বিয়া বিভ্রান্তিকর তথ্য দাবি করেছে।

মঙ্গলবার আইসিজেতে ১৭ জন বিচারপতির উপস্থিতিতে প্রথম দিনের শুনানি হয়। প্রথম দিনে অভিযোগকারী দেশ গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু মানবতাবিরোধী নৃশংসতার অভিযোগগুলো তুলে ধরেন।

আইনমন্ত্রী তামবাদু বলেন, আমরা চাই আইসিজে মিয়ানমারকে বলুক যে এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ করতে হবে, নৃশংসতার অবসান ঘটাতে হবে।

শুনানির শেষ দিন বৃহস্পতিবার সকালে গাম্বিয়া ও বিকেলে মিয়ানমার যুক্তি খণ্ডন করার সুযোগ পাবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত ১১ নভেম্বর দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দায়ের করে।

Tag :

শেয়ার করুন

মিয়ানমার বক্তব্য দিচ্ছে

আপডেট টাইম : ১০:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দ্বিতীয় দিনের শুনানি চলছে। এ দিন আদালত মিয়ানমারের বক্তব্য শুনবেন। প্রথম দিন মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার বক্তব্য শুনেছেন আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নিজ দেশের আইনজীবী দলকে নেতৃত্ব দিচ্ছেন।

সু চি তাঁর বক্তব্যের শুরুতে আন্তর্জাতিক আইন ও সনদসমূহের বাধ্যবাধকতা মেনে চলতে আদালত সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, গণহত্যা সনদের বিধান রুয়ান্ডা এবং সাবেক ইয়োগোশ্লাভিয়ায় প্রয়োগ করা হয়নি। গাম্বিয়া বিভ্রান্তিকর তথ্য দাবি করেছে।

মঙ্গলবার আইসিজেতে ১৭ জন বিচারপতির উপস্থিতিতে প্রথম দিনের শুনানি হয়। প্রথম দিনে অভিযোগকারী দেশ গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু মানবতাবিরোধী নৃশংসতার অভিযোগগুলো তুলে ধরেন।

আইনমন্ত্রী তামবাদু বলেন, আমরা চাই আইসিজে মিয়ানমারকে বলুক যে এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ করতে হবে, নৃশংসতার অবসান ঘটাতে হবে।

শুনানির শেষ দিন বৃহস্পতিবার সকালে গাম্বিয়া ও বিকেলে মিয়ানমার যুক্তি খণ্ডন করার সুযোগ পাবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত ১১ নভেম্বর দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দায়ের করে।